Category Archives: 14. ছালাতুল জানাযা

ছালাতুল জানাযা

(১) মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া

(১) মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া : সমাজে উক্ত আমল বহুল প্রচলিত। মহিলা-পুরুষ সকলে মিলে ঐ ব্যক্তির চারপাশে বসে কুরআন তেলাওয়াত করতে থাকে। সূরা ইয়াসীন কিংবা বিশেষ বিশেষ সূরা পাঠ করতে থাকে। অথচ … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া | Leave a comment

(২) ক্বিবলার দিকে মাথা রাখা

(২) ক্বিবলার দিকে মাথা রাখা : ক্বিবলার দিকে মাথা রাখার মধ্যে কোন কল্যাণ নেই। অনেক স্থানে মারা যাওয়ার পরপরই মৃত ব্যক্তির মাথা পশ্চিম দিকে ঘুরিয়ে রাখে। অথচ এর পক্ষে কোন ছহীহ দলীল নেই। যে বর্ণনাটি প্রচলিত আছে তা যঈফ। عَنْ … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, ক্বিবলার দিকে মাথা রাখা | Leave a comment

(৩) মৃত স্বামী বা স্ত্রীকে দেখতে ও গোসল করাতে না দেয়া

(৩) মৃত স্বামী বা স্ত্রীকে দেখতে ও গোসল করাতে না দেয়া : কুধারণা চালু আছে যে, স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে অপরের জন্য তালাক হয়ে যায়। তাই তাকে গোসল দেয়া কিংবা দেখতে দেয়া নাজায়েয। সমাজে উক্ত অভ্যাস ব্যাপকভাবে প্রচলিত। … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, মৃত স্বামী বা স্ত্রীকে দেখতে ও গোসল করাতে না দেয়া | Leave a comment

(৪) মারা যাওয়ার পর চুল, নখ ইত্যাদি কাটা

(৪) মারা যাওয়ার পর চুল, নখ ইত্যাদি কাটা : মারা যাওয়ার পর মৃত ব্যক্তির চুল-নখ কাটা উচিৎ নয়। এটি বহুল প্রচলিত বিদ‘আত। ঐভাবেই দাফন করতে হবে। এর পক্ষে যে বর্ণনাটি রয়েছে তা যঈফ। عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ عَنْهُ … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, নখ ইত্যাদি কাটা, মারা যাওয়ার পর চুল | Leave a comment

(৫) সাত কিংবা পাঁচ কাপড়ে কাফন পরানো

(৫) সাত কিংবা পাঁচ কাপড়ে কাফন পরানো : পুরুষ ও মহিলা উভয়ের জন্য তিন কাপড়ে কাফন পরানোই ছহীহ হাদীছ সম্মত। মহিলাদেরকে পাঁচ কিংবা সাত কাপড়ে কাফন দেয়ার যে বর্ণনা প্রচলিত আছে, তা ছহীহ নয়। (أ) عَنْ مُحَمَّدِ بْنِ عَلِىٍّ ابْنِ … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, সাত কিংবা পাঁচ কাপড়ে কাফন পরানো | Leave a comment

তিন কাপড়ে কাফন দেয়ার ছহীহ হাদীছ

তিন কাপড়ে কাফন দেয়ার ছহীহ হাদীছ : عَنْ عَائِشَةَ رَضِىَ اللهُ عَنْها أَنَّ رَسُوْلَ اللهِ  كُفِّنَ فِىْ ثَلاَثَةِ أَثْوَابٍ لَيْسَ فِيْهَا قَمِيْصٌ وَلاَ عِمَامَةٌ . আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ)-কে তিনটি কাপড়ে কাফন দেয়া হয়েছিল। তাতে জামা এবং … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, তিন কাপড়ে কাফন দেয়ার ছহীহ হাদীছ | Leave a comment

(৬) কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া

(৬) কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া : দ্বীন ইসলামের আরকান ও আহকাম পালন না করলে এবং ছালাত আদায় না করে শুধু কালেমা পড়ে মারা গেলে তার জানাযা পড়তে হবে, এরূপ কোন বিধান শরী‘আতে নেই। যে কোনদিন ছালাত আদায় করেনি এবং … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া | Leave a comment

(৭) তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা

(৭) তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা : জানাযার ছালাত আদায়ের সময় প্রত্যেক তাকবীরেই দুই হাত উত্তোলন করা দলীল সম্মত। একবার হাত উত্তোলন করার হাদীছ যঈফ। عَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهُ  كَبَّرَ عَلَى جَنَازَةٍ فَرَفَعَ يَدَيْهِ فِى … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা | Leave a comment

(৮) মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা

(৮) মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা : অনেক স্থানে মৃতের অঙ্গের উপর জানাযা পড়ার ফৎওয়া দেয়া হয়। অথচ উক্ত মর্মে যে সমস্ত বর্ণনা প্রচলিত আছে, তা গ্রহণযোগ্য নয়। عَنِ الشَّعْبِىِّ قَالَ بَعَثَ عَبْدُ الْمَلِكِ بْنِ مَرْوَانَ بِرَأْسِ عَبْدِ … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা | Leave a comment

(৯) মসজিদে জানাযা পড়তে নিষেধ করা

(৯) মসজিদে জানাযা পড়তে নিষেধ করা : প্রয়োজনে মসজিদে জানাযা পড়া যায়। অথচ অনেকে বাধা দিয়ে থাকে। এখানেও যঈফ হাদীছের ভূমিকা আছে। عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ  مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فِى الْمَسْجِدِ فَلاَ شَىْءَ عَلَيْهِ. আবু … Continue reading

Posted in 14. ছালাতুল জানাযা, মসজিদে জানাযা পড়তে নিষেধ করা | Leave a comment