জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত
Categories
- 01. ভূমিকা 02. পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম) 03. ছালাতের ফযীলত 04. মসজিদ সমূহ 05. ছালাতের সময় 06. আযান ও ইক্বামত 07. জামা‘আত ও ইমামতি 08. ছালাতের পদ্ধতি 09. ক্বাযা ছালাত 10. সফরের সালাত 11. সুন্নাত সালাত সমূহ 12. বিতর সালাত 13. ছালাতুল জুম‘আ 14. ছালাতুল জানাযা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ কবর খনন করা ও জানাযা সম্পর্কে মিথ্যা ফযীলত বর্ণনা করা কবরস্থানে গিয়ে সূরা ইয়াসীন বা কুরআন তেলাওয়াত করা কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া ছালাত এক ওয়াক্ত ছুটে গেলে এক হুকবা জাহান্নামে শাস্তি জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা জানাযার ছালাত পর কিংবা দাফনের পর মুনাজাত করা জানাযার ছালাতে ছানা পড়া জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা মসজিদে জানাযা পড়তে নিষেধ করা মাটি দেয়ার সময় ‘মিনহা খালাক্বনা-কুম... দু‘আ পড়া মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচলিত বিদ‘আত ও কুসংস্কার মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা মৃত্যু সংবাদ প্রচার করা
Category Archives: 11. সুন্নাত সালাত সমূহ
(১) ফজরের ছালাতের জামা‘আত চলা অবস্থায় সুন্নাত পড়তে থাকা
(১) ফজরের ছালাতের জামা‘আত চলা অবস্থায় সুন্নাত পড়তে থাকা : ইক্বামত হওয়ার পর এবং রীতি মত জামা‘আত চলছে এমতাবস্থায় বহু মসজিদে ফজর ছালাতের সুন্নাত আদায় করতে দেখা যায়। মাওলানা মুহিউদ্দ্বীন খান লিখেছেন, ‘জামাআত শুরু হওয়ার পর কোন নফল নামায শুরু … Continue reading
(২) মাগরিবের পূর্বের দুই রাক‘আত ছালাতকে অবজ্ঞা করা
(২) মাগরিবের পূর্বের দুই রাক‘আত ছালাতকে অবজ্ঞা করা : যেকোন ছালাতের আযানের পর দুই রাক‘আত ছালাত আদায় করা যায়। উক্ত মর্মে অনেক হাদীছ বর্ণিত হয়েছে।[1] এছাড়াও নির্দিষ্টভাবে মাগরিবের পর দুই রাক‘আত ছালাতের কথা বলা হয়েছে। কেউ চাইলে পড়তে পারে। কিন্তু … Continue reading
মাগরিবের পূর্বে সুন্নাত পড়ার ছহীহ দলীল
মাগরিবের পূর্বে সুন্নাত পড়ার ছহীহ দলীল : عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلُّوْا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ صَلُّوْا قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ قَالَ فِى الثَّالِثَةِ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً. আব্দুল্লাহ ইবনু মুগাফফাল … Continue reading
(৩) মাগরিবের পর ছালাতুল আউয়াবীন পড়া
(৩) মাগরিবের পর ছালাতুল আউয়াবীন পড়া : মাগরিবের পর ‘ছালাতুল আউয়াবীন’ পড়ার প্রমাণে কোন ছহীহ দলীল নেই। উক্ত মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, তার সবই জাল বা মিথ্যা। (أ) عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ مَنْ صَلَّى … Continue reading
ছহীহ হাদীছের আলোকে ‘ছালাতুল আউয়াবীন’
ছহীহ হাদীছের আলোকে ‘ছালাতুল আউয়াবীন’ : হাদীছে একই ছালাতকে তিনটি নামে উল্লেখ করা হয়েছে। পূর্ব আকাশে সূর্য উঠার সাথে সাথে পড়লে তাকে ‘ছালাতুল ইশরাক্ব’, সূর্য একটু উপরে উঠার পর আদায় করলে ‘ছালাতুয যোহা’ এবং আরো একটু উপরে উঠার পর আদায় … Continue reading
(৪) মাগরিব ছালাতের পর চার রাক‘আত সুন্নাত পড়া
(৪) মাগরিব ছালাতের পর চার রাক‘আত সুন্নাত পড়া : মাগরিবের পর কেবল দুই রাক‘আত সুন্নাত ছালাত আদায় করতে হবে। এরপর দাঁড়িয়ে বা বসে আরো দুই রাক‘আত ছালাত আদায়ের ছহীহ কোন দলীল নেই। عَنْ مَكْحُوْلٍ عَنْ رَسُوْلِ اللهِ قَالَ مَنْ … Continue reading
(৫) ফরয ছালাতের স্থানে সুন্নাত ছালাত আদায় করা
(৫) ফরয ছালাতের স্থানে সুন্নাত ছালাত আদায় করা : সুন্নাত ছালাত আদায় করার সময় স্থান পরিবর্তন করা রাসূল (ছাঃ)-এর আদর্শ। কিন্তু অধিকাংশ মসজিদে মুছল্লীরা ফরয ছালাতের স্থানেই সুন্নাত ছালাত আদায় করে থাকে। স্থান পরিবর্তন করার প্রয়োজন মনে করেন না। عَنْ … Continue reading
সুন্নাত ছালাত পড়ার ফযীলত সমূহ
সুন্নাত ছালাত পড়ার ফযীলত সমূহ : যে সমস্ত সুন্নাত ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত সেগুলো পড়াই একজন মুছল্লীর জন্য যথেষ্ট। বানোয়াট, মিথ্যা, জাল ও ভিত্তিহীন কথার উপর আমল করা উচিৎ নয়। عَنْ أُمِّ حَبِيْبَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ مَنْ صَلَّى … Continue reading
(৬) ছালাতুত তাসবীহ আদায় করা
(৬) ছালাতুত তাসবীহ আদায় করা : ছালাতুত তাসবীহ সম্পর্কে যে সমস্ত বর্ণনা এসেছে[1] সেগুলোকে অধিকাংশ মুহাদ্দিছ যঈফ ও মুনকার বলেছেন। সঊদী আরবের সর্বোচ্চ উলামা পরিষদ মন্তব্য করেছেন,صَلاَةُ التَّسْبِيْحِ بِدْعَةٌ وَحَدِيْثُهَا لَيْسَ بِثَابِتٍ بَلْ هُوَ مُنْكَرٌ وَذَكَرَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِى … Continue reading