জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত
Categories
- 01. ভূমিকা 02. পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম) 03. ছালাতের ফযীলত 04. মসজিদ সমূহ 05. ছালাতের সময় 06. আযান ও ইক্বামত 07. জামা‘আত ও ইমামতি 08. ছালাতের পদ্ধতি 09. ক্বাযা ছালাত 10. সফরের সালাত 11. সুন্নাত সালাত সমূহ 12. বিতর সালাত 13. ছালাতুল জুম‘আ 14. ছালাতুল জানাযা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ কবর খনন করা ও জানাযা সম্পর্কে মিথ্যা ফযীলত বর্ণনা করা কবরস্থানে গিয়ে সূরা ইয়াসীন বা কুরআন তেলাওয়াত করা কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া ছালাত এক ওয়াক্ত ছুটে গেলে এক হুকবা জাহান্নামে শাস্তি জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা জানাযার ছালাত পর কিংবা দাফনের পর মুনাজাত করা জানাযার ছালাতে ছানা পড়া জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা মসজিদে জানাযা পড়তে নিষেধ করা মাটি দেয়ার সময় ‘মিনহা খালাক্বনা-কুম... দু‘আ পড়া মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচলিত বিদ‘আত ও কুসংস্কার মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা মৃত্যু সংবাদ প্রচার করা
Category Archives: 08. ছালাতের পদ্ধতি
(১) ছালাতে রাফ‘উল ইয়াদায়েন না করা
(১) ছালাতে রাফ‘উল ইয়াদায়েন না করা : ছালাতে রাফ‘উল ইয়াদায়েন করা এক গুরুত্বপূর্ণ সুন্নাত। এর পক্ষে শত শত ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে অধিকাংশ মুছল্লী উক্ত সুন্নাতকে প্রত্যাখ্যান করেছে। উক্ত ঠুনকো যুক্তিগুলোর অন্যতম হল, কতিপয় জাল ও … Continue reading
মানসূখ সংক্রান্ত বর্ণনা : হাদীছ জাল করার এক অভিনব কৌশল
মানসূখ সংক্রান্ত বর্ণনা : হাদীছ জাল করার এক অভিনব কৌশল অবশেষে যখন রাফ‘উল ইয়াদায়েনকে প্রতিরোধ করার আর কোন পথ পাওয়া যায়নি তখন বলা হয়েছে যে, রাফ‘উল ইয়াদায়েনের হাদীছগুলো মানসূখ বা হুকুম রহিত হয়ে গেছে। অথচ উক্ত দাবীর পক্ষে যে সমস্ত … Continue reading
মানসূখ কাহিনী : ঐতিহাসিক মিথ্যাচার
মানসূখ কাহিনী : ঐতিহাসিক মিথ্যাচার রাফ‘উল ইয়াদায়েনের সুন্নাতকে প্রতিরোধ করার জন্য হুকুম রহিত হওয়ার যে কাহিনী পেশ করা হয় তা মূলতঃ মিথ্যাচার। কারণ রাসূল (ছাঃ) যদি পরবর্তীতে উক্ত আমল ছেড়ে দিতেন, তাহলে ছাহাবায়ে কেরাম কেন করবেন? বরং রাসূল (ছাঃ) নিজেই … Continue reading
অপব্যাখ্যা ও তার জবাব
অপব্যাখ্যা ও তার জবাব : (১) রাফ‘উল ইয়াদায়েনকে মুসলিম সমাজ থেকে উঠিয়ে দেওয়ার জন্য যঈফ ও জাল হাদীছ এবং বানোয়াট কেচ্ছা-কাহিনী ছাড়াও ছহীহ হাদীছের অপব্যাখ্যা করা হয়েছে। যেমন নিম্নের হাদীছটির ব্যাপারে ড. ইলিয়াস ফয়সাল ‘নবীজীর স. নামায’ বইয়ে অনেক চর্বিতচর্বণ … Continue reading
রাফ‘উল ইয়াদায়েন করার ছহীহ হাদীছ সমূহ
রাফ‘উল ইয়াদায়েন করার ছহীহ হাদীছ সমূহ : عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُوْلَ اللهِ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ وَإِذَا كَبَّرَ لِلرُّكُوْعِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوْعِ رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا وَقَالَ سَمِعَ اللهُ … Continue reading
রাফ‘উল ইয়াদায়েনের গুরুত্ব ও ফযীলত
রাফ‘উল ইয়াদায়েনের গুরুত্ব ও ফযীলত : (১) ইবনু ওমর (রাঃ)-এর ভূমিকা- عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا رَأَى رَجُلًا لَا يَرْفَعُ يَدَيْهِ إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَمَاهُ بِالْحَصَى. নাফে‘ (রাঃ) বলেন, নিশ্চয় ইবনু ওমর (রাঃ) যখন কোন ব্যক্তিকে দেখতেন … Continue reading
(২) নাভীর নীচে হাত বাঁধা
(২) নাভীর নীচে হাত বাঁধা : ছহীহ হাদীছের দাবী হল বুকের উপর হাত বেঁধে ছালাত আদায় করা। নাভীর নীচে হাত বেঁধে ছালাত আদায় করার পক্ষে কোন ছহীহ হাদীছ নেই। এর পক্ষে যত হাদীছ বর্ণিত হয়েছে সবই ত্রুটিপূর্ণ। (১) عَنْ أَبِىْ … Continue reading
বুকের উপর হাত বাঁধার ছহীহ হাদীছ সমূহ
বুকের উপর হাত বাঁধার ছহীহ হাদীছ সমূহ : রাসূল (ছাঃ) সর্বদা বুকের উপর হাত বেঁধে ছালাত আদায় করতেন। উক্ত মর্মে একাধিক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি পেশ করা হল : (1) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ النَّاسُ يُؤْمَرُوْنَ … Continue reading
ইমাম তিরমিযী ও ইবনু কুদামার মন্তব্য এবং পর্যালোচনা
ইমাম তিরমিযী ও ইবনু কুদামার মন্তব্য এবং পর্যালোচনা : উপরের আলোচনায় প্রমাণিত হয়েছে যে, রাসূল (ছাঃ) বুকের উপর হাত বেঁধে ছালাত আদায় করতেন। কিন্তু কোন কোন মনীষী দুই ধরনের আমলের প্রতি শীথিলতা প্রদর্শন করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) বাম হাতের উপর … Continue reading
হাত বাঁধার বিশেষ পদ্ধতি বানোয়াট
হাত বাঁধার বিশেষ পদ্ধতি বানোয়াট : হাত বাঁধার জন্য সমাজে যে বিশেষ পদ্ধতি চালু আছে তা কল্পিত ও উদ্ভট। যেমন- মাওলানা মুহিউদ্দ্বীন খান লিখেছেন, ‘হাত বাঁধার নিয়ম হলো পুরুষেরা বাম হাতের তালু নাভীর নিচে রাখবে এবং ডান হাতের তালু বাম … Continue reading