জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত
Categories
- 01. ভূমিকা 02. পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম) 03. ছালাতের ফযীলত 04. মসজিদ সমূহ 05. ছালাতের সময় 06. আযান ও ইক্বামত 07. জামা‘আত ও ইমামতি 08. ছালাতের পদ্ধতি 09. ক্বাযা ছালাত 10. সফরের সালাত 11. সুন্নাত সালাত সমূহ 12. বিতর সালাত 13. ছালাতুল জুম‘আ 14. ছালাতুল জানাযা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ কবর খনন করা ও জানাযা সম্পর্কে মিথ্যা ফযীলত বর্ণনা করা কবরস্থানে গিয়ে সূরা ইয়াসীন বা কুরআন তেলাওয়াত করা কালেমা পড়া ব্যক্তির জানাযা পড়া ছালাত এক ওয়াক্ত ছুটে গেলে এক হুকবা জাহান্নামে শাস্তি জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা জানাযার ছালাত পর কিংবা দাফনের পর মুনাজাত করা জানাযার ছালাতে ছানা পড়া জানাযার ছালাতে সূরা ফাতিহা পড়ার ছহীহ হাদীছ সমূহ তাকবীর দেওয়ার সময় একবার হাত উত্তোলন করা মসজিদে জানাযা পড়তে নিষেধ করা মাটি দেয়ার সময় ‘মিনহা খালাক্বনা-কুম... দু‘আ পড়া মুমূর্ষু কিংবা মৃত্যু ব্যক্তির পাশে কুরআন পাঠ করা বা সূরা ইয়াসীন পড়া মৃত ব্যক্তিকে কেন্দ্র করে প্রচলিত বিদ‘আত ও কুসংস্কার মৃত্যু ব্যক্তির কোন অঙ্গের উপর জানাযা করা মৃত্যু সংবাদ প্রচার করা
Category Archives: 05. ছালাতের সময়
(১) ফজর ছালাতের ওয়াক্ত
(১) ফজর ছালাতের ওয়াক্ত আল্লাহ তা‘আলা মুমিনদেরকে নির্দিষ্ট সময়ে ছালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম সর্বদা নির্দিষ্ট সময়ে ছালাত আদায় করতেন। কিন্তু মুসলিম উম্মাহ একই ছালাত বিভিন্ন সময়ে আদায় করে থাকে। একই স্থানে একই ছালাতের আযান … Continue reading
Posted in 05. ছালাতের সময়, ফজর ছালাতের ওয়াক্ত
Leave a comment
(২) যোহরের ছালাতের ওয়াক্ত
(২) যোহরের ছালাতের ওয়াক্ত : সূর্য পশ্চিম আকাশে ঢুলে যাওয়ার সাথে সাথে যোহরের ছালাতের ওয়াক্ত হয়ে যায়। আর কোন বস্ত্তর ছায়া তার সমপরিমাণ হলে শেষ হয়। কিন্তু যোহরের ছালাত দেরী করে আদায় করার কোন ছহীহ দলীল নেই। উক্ত মর্মে যা … Continue reading
Posted in 05. ছালাতের সময়, যোহরের ছালাতের ওয়াক্ত
Leave a comment
(৩) আছরের ছালাতের ওয়াক্ত
(৩) আছরের ছালাতের ওয়াক্ত : আছরের ছালাত দেরী করে পড়ার যে প্রথা সমাজে চালু আছে তার ছহীহ কোন ভিত্তি নেই। এর পক্ষে যে সমস্ত বর্ণনা প্রচলিত আছে সেগুলো সবই যঈফ ও জাল। (أ) عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ نَافِعٍ قَالَ دَخَلْتُ … Continue reading
Posted in 05. ছালাতের সময়, আছরের ছালাতের ওয়াক্ত
Leave a comment
(৪) মাগরিবের ওয়াক্ত
(৪) মাগরিবের ওয়াক্ত : মাগরিবের ছালাতের ওয়াক্ত সম্পর্কেও কিছু যঈফ ও জাল হাদীছ বর্ণিত হয়েছে। যেমন- (১) أَوَّلُ وَقْتِ الْمَغْرِبِ حِيْنَ تَغْرِبُ الشَّمْسُ وَآخِرُ حِيْنَ يَغِيْبُ الشَّفَقُ. (১) রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, মাগরিবের প্রথম সময় হল যখন সূর্য ডুবে যায়। আর … Continue reading
Posted in 05. ছালাতের সময়, মাগরিবের ওয়াক্ত
Leave a comment
(৫) এশার ওয়াক্ত
(৫) এশার ওয়াক্ত : ফিক্বহী গ্রন্থ সমূহে এশার ছালাতের সময় সম্পর্কেও কিছু জাল ও যঈফ হাদীছ প্রচলিত আছে। عَنْ أَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ آخِرُ وَقْتِ الْعِشَاءِ حِيْنَ طَلَعَ الْفَجْرُ. আবু হুরায়রাহ (রাঃ) বলেন, এশার ছালাতের শেষ সময় … Continue reading
Posted in 05. ছালাতের সময়, এশার ওয়াক্ত
Leave a comment
ছালাতের সময় সম্পর্কে অন্যান্য যঈফ ও জাল হাদীছ
ছালাতের সময় সম্পর্কে অন্যান্য যঈফ ও জাল হাদীছ : عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ الْوَقْتُ الْأَوَّلُ مِنْ الصَّلَاةِ رِضْوَانُ اللهِ وَالْوَقْتُ الْآخِرُ عَفْوُ اللهِ. ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ছালাতের প্রথম ওয়াক্ত … Continue reading
আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব
আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব : আল্লাহ তা‘আলা ছালাতের ওয়াক্ত সম্পর্কে বলেন, إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتَابًا مَوْقُوْتًا ‘নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ছালাত ফরয করা হয়েছে’ (নিসা ১০৩)। عَنْ أُمِّ فَرْوَةَ قَالَتْ سُئِلَ رَسُوْلُ اللهِ أَىُّ الأَعْمَالِ … Continue reading
জামা‘আতের চেয়ে আউয়াল ওয়াক্ত বেশী গুরুত্বপূর্ণ
জামা‘আতের চেয়ে আউয়াল ওয়াক্ত বেশী গুরুত্বপূর্ণ : عَنْ أَبِىْ ذَرٍّ قَالَ قَالَ لِىْ رَسُوْلُ اللهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُوْنَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيْتُوْنَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِىْ قَالَ صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا … Continue reading